ক্ষমতাসীন সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে দাবি করলে বাস্তবে ভিন্ন পরিস্থিতির দেখা যাচ্ছে। দেশের হাজার হাজার কোটি পাচার, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ উঠছে সরকার বিরুদ্ধে। যার কারনে দেশ রিজার্ভ সংকট ও অর্থনৈতিক অবস্থা চাপের মুখে পড়েছে। তাছাড়া প্রায় প্রতিটি পণ্যের দাম লাগামহীন বেড়ে যাওয়ায় জণদুর্ভোগ যেন চেপে বসেছে সাধারন মানুষের উপর। আবারও জ্বালীন তেলে মূল্যে বৃদ্ধি প্রসঙ্গে সামাজি যোগযোগের মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য নিচে তা পাঠকের জন্য তুলে ধরা হল।
কাল থেকে দেখেন জিনিসপত্রের দাম কেমন বাড়ে। শুধু তেলের দাম বাড়া দেখে ভিমরী খেয়েন না।
এটাও সহ্য হয়ে যাবে। আমরা সহ্য করার অসীম ক্ষমতা নিয়ে জন্মেছি। যারা দেশে থাকেন, আমার সমবেদনা রইলো। দেশটা একেবারে ধ্বংস না করে এরা বিদায় নেবেনা।
প্রসঙ্গত, সরকারের লাগামহীন দুর্নীতি পাচারের কারনে দেশের মানুষ চরম বিপর্যয়ে পড়ছে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, দেশের অবস্থা শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতা ছাড়বে না।