জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ক্ষমতাসীন দলে কিছু স্বাধীনতাবিরোধী কর্মী অনুপ্রবেশ করেছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নেতৃত্বের পদও নিয়েছেন। পরিস্থিতি এমন যে তারা এখন আমাদের আক্রমণ করছে। শুধু আমরাই নই, অনুপ্রবেশকারী স্বাধীনতা বিরোধী শক্তিও আওয়ামী লীগকে খেয়ে ফেলছে।
প্রয়াত সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী মৃত্যুর আগে একাধিক কলামে লিখেছেন- খোদ প্রধানমন্ত্রীকে ঘিরে তাদের অবস্থান। গতকাল রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে ‘জলপ্রপাত কনভেনশন হলে’ জাতীয় পার্টি-জেপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাদের অবস্থান নির্বাচনের পক্ষে। তবে, এবার নির্বাচন প্রশ্নে আমাদের ভাবতে হবে। দেশে এখন নির্বাচন হলে হয়তো অনেকেই তাতে অংশ নেবেন না। আমরা তাদের সঙ্গে নেই।
সভায় আরও বক্তব্য দেন মহাসচিব শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহিম, এইচএম সালাহ উদ্দিন মাহমুদ, রুহুল আমিন, মফিজুল হক বেবু, আজিজ বাঙ্গাল, নাজমুন্নাহার বেবি, মোহাম্মদ আলী মিয়া, মহিবুল হাসান মহিম প্রমুখ।