ভারতের পুনে থেকে দিল্লির দিকে আকাশে উড়ছিল একটি বিমান। হঠাৎ একজন যাত্রী সবার দৃষ্টি আকর্ষণ করে চিৎকার করে বলতে থাকেন, ‘আমার ব্যাগে বোমা আছে।’
সঙ্গে সঙ্গে হুল পড়ে গেল। বিমানটি মুম্বাইয়ে জরুরি অবতরণ করে। সঙ্গে সঙ্গে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। তারা যাত্রীর ব্যাগ তল্লাশি করে দেখেন ব্যাগে বোমা নেই। এরপর আটক করা হয় ওই যাত্রীকে।
ঘটনাটি ঘটেছে আকসা নামের একটি ভারতীয় বিমান সংস্থায়।
স্বভাবতই প্রশ্ন উঠেছে, কেন এমন করলেন যাত্রী? বিমানে তার সঙ্গে এক আত্মীয়ও ছিলেন।
তিনি দাবি করেন, বিমানে বসার পর থেকেই ওই ব্যক্তি বলছিলেন তার বুকে ব্যথা হচ্ছে। সেই সাথে অসংলগ্ন কথা বলতে থাকে। বুকের ব্যথার ওষুধও খায়। অবশেষে তাকে গ্রেফতার করার পর বিমানটি তার গন্তব্যে চলে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ।