৪৩ জন আরোহী নিয়ে দার এস সালাম থেকে মাঞ্জা এলাকা হয়ে বুকোবোয়ার উদ্দেশ্যে উড্ডয়নের বেশ কিছুক্ষন পর হঠাৎই ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে একটি বিমান। আর এ দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম। এবং আহতদের নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়,পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ৪৩ জন আরোহী নিয়ে বিমানটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে অবতরণের সময় ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ২৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পাইলট বিমানের ককপিট থেকে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা মৃত বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মী ও স্থানীয় জেলেরা অন্য যাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
বিমানটি তানজানিয়ার বৃহত্তম শহর দার এস সালাম থেকে মাঞ্জা এলাকা হয়ে বুকোবায় আসছিল। সেই সময় ঝড় ও প্রবল বৃষ্টির কবলে পড়ে বিমানটি। এ সময় আবদুল নূরী নামে এক ব্যক্তি বিমানবন্দরে এই ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বিমানটিকে হ্রদে পড়ে যেতে দেখেছেন।
আব্দুন নূরী বলেন, তখন তারা খুবই অবাক হয়েছিল। অনেকে ভয়ে কান্নাকাটি শুরু করে। এসব উদ্বিগ্ন মানুষদের বেশির ভাগই স্বজনদের ফেরার অপেক্ষায় ছিলেন।
আবদুল নূরী প্রথম দুর্ঘটনাস্থলে যাওয়া স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলেন। জেলেরা নূরীকে জানান, বিমানের বেশির ভাগ অংশই পানিতে তলিয়ে গেছে। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট প্লেনের পেছনের দরজা খুলে দেন। এরপর তারা ভেতরে গিয়ে জীবিতদের খোঁজ করতে থাকে।
দেশটির জরুরি সেবা কর্মীরা দড়ি দিয়ে বিমানটিকে তীরে আনার চেষ্টা করছেন। এরপর বিমানের কিছু অংশ ভাসতে দেখা যায়।
এদিকে এ বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করে স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট। এদিকে ঘটনার পর থেকে এখনো উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে।
Precision Air flight plunges into Lake Victoria when landing at Bukoba Airport in Tanzania, authorities say rescue operations underway. pic.twitter.com/GKKMEG2Wux
— PoliticKing (@GiversonMaina) November 6, 2022