নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ধর্মীয় বিষয়সহ নানা বিষয় নিয়ে কথা বলে থাকেন।তবে ধর্মীয় বিষয় নিয়ে নানা রকম মন্তব্য করে দেশ ছাড়তে বাধ্য হয়।যদিও তিনি আগের মতো তেমন লেখালেখি না করলেও সামাজিক মাধ্যমে নানা বিষয়ে সরব থাকেন। এবার ব্যক্তিগত বিষয়ে নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ইসলাম যদি হুরের লোভটা না দেখাতো, মনে হয় শতকরা ৫০ ভাগ মুসলমান- পুরুষ নামাজ রোজা হজ্ব ইত্যাদি বাদ দিত। আর যদি দোযখের ভয়টা না দেখাতো, তাহলে ১০০ ভাগ মুসলমান নারী পুরুষ নামাজ রোজা বাদ তো দিতই, ধর্মের ধ-ও পালন করতো না। এক হাতে মদের গ্লাস থাকতো, আরেক হাতে শুয়োরের মাংসের কাবাব।