অনেকটা হঠাৎ করেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিসিসি) এর বেশ কিছু সংখ্যক পরিচ্ছন্নতাকর্মীদের চাকরি থেকে বাদ দেয়া হয়েছে, যেটা নিয়ে প্রতিবাদে নেমেছে পরিচ্ছন্নতাকর্মীরা। তারা ছয় দফা দাবি তুলে সিটি কর্পোরেশন মেয়র তাপসের নিকট স্মারকলিপি দিয়েছে। এবার এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন রাজনৈতিক সমালোচক পিনাকী ভট্টাচার্য। তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
ডিসিসির পরিচ্ছন্নতা কর্মীরা যে তাপস পালের ল্যাস্পেন্সাররে জয় বাংলা করে দৌড়ানি দিলো। এইটা নিয়া আমার একটা ছোট সাজেশন আছে। এরপরে জয় বাংলা করে দেয়ার সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন। হাতে একটা মুজিব কোট ধরায়ে দিবেন। বেচারা মুজিব কোট দিয়া জয় বাংলা ঢাইক্যা দৌড়ায় নাকি গায়ে দিয়া দৌড়ায় সেইটা দিয়া তার চেতনার প্রতি আনুগত্য বুঝা যাবে। যদি সে মুজিব কোট গায়ে দিয়া দৌড়ায় তাইলে সে সহি আওয়ামী লীগার। আর যদি জয় বাংলা ঢাইক্যা দৌড়ায় তাইলে অনুপ্রবেশকারী।
উল্লেখ্য, পরিচ্ছন্নতাকর্মীদের দাবি তাদেরকে অন্যায়ভাবে চাকরীচ্যুত করা হয়েছে। কোন ধরনের কারণ দর্শানো ছাড়াই তাদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের ওপর মেয়র ও কাউন্সিলর সমর্থকদের লোকজন তাদের ওপর হাম”লা চালায় এবং তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে।