সম্প্রতি দ্বাদশ নির্বাচন সামনে রেখে সরকারের একতরফা ভোটে অংশ নিতে কিছু ব্যক্তি যেন মরিয়া হয়ে উঠেছে।যার মূল কারণ হচ্ছে ক্ষমতায় আসা।অথচ এই সরকার ১৪ ও ১৮ সালে জনগণের ভোট ছাড়া ক্ষমতা দখল করেছে।যার ফলে দেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া না জানিয়ে কিছু ক্ষমতা লোভি ব্যক্তি সরকারকে আবারও একতরফা নির্বাচনের মদদ দিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাঃ আব্দুন নূর তুষার হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
যদি থাকে নসিবে সংসদেতে বসিব হুদাই ভাইজান পেপার নিও না-করে যন্ত্রনা। সিদ্ধান্তের মালিক যে একজনা।
প্রসঙ্গত, জনগণের গণতান্ত্রিক অধিকারের বিষয়ে কোনো ধরনের চিন্তা যাদের নেই তারা জনপ্রতিনিধি হলে কি উপকার হবে। আসলে ক্ষমতায় যাওয়া যাদের প্রধান লক্ষ তারা জনগণের বেশি কিছু করতে পারবে না।