Monday , November 18 2024
Breaking News
Home / opinion / যদি থাকে নসিবে সংসদেতে বসিবে: আব্দুন নূর তুষার

যদি থাকে নসিবে সংসদেতে বসিবে: আব্দুন নূর তুষার

সম্প্রতি দ্বাদশ নির্বাচন সামনে রেখে সরকারের একতরফা ভোটে অংশ নিতে কিছু ব্যক্তি যেন মরিয়া হয়ে উঠেছে।যার মূল কারণ হচ্ছে ক্ষমতায় আসা।অথচ এই সরকার ১৪ ও ১৮ সালে জনগণের ভোট ছাড়া ক্ষমতা দখল করেছে।যার ফলে দেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া না জানিয়ে কিছু ক্ষমতা লোভি ব্যক্তি সরকারকে আবারও একতরফা নির্বাচনের মদদ দিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাঃ আব্দুন নূর তুষার হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

যদি থাকে নসিবে সংসদেতে বসিব হুদাই ভাইজান পেপার নিও না-করে যন্ত্রনা। সিদ্ধান্তের মালিক যে একজনা।

প্রসঙ্গত, জনগণের গণতান্ত্রিক অধিকারের বিষয়ে কোনো ধরনের চিন্তা যাদের নেই তারা জনপ্রতিনিধি হলে কি উপকার হবে। আসলে ক্ষমতায় যাওয়া যাদের প্রধান লক্ষ তারা জনগণের বেশি কিছু করতে পারবে না।

About Babu

Check Also

নতুন এক ভয়াবহ সড়যন্ত্রের তথ্য ফাঁস করলেন সারজিস

ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম নতুন এক ভয়ংকর ষড়যন্ত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *