Sunday , January 12 2025
Breaking News
Home / opinion / যতবারই ওদের ছবি ভিডিও দেখছি চোখ ভিজে উঠছে জলে, প্রধানমন্ত্রী নিজে যেতেন ওদের দেখতে:আশরাফুল

যতবারই ওদের ছবি ভিডিও দেখছি চোখ ভিজে উঠছে জলে, প্রধানমন্ত্রী নিজে যেতেন ওদের দেখতে:আশরাফুল

আজ বাংলাদেশের জন্য খুশির দিন। বাংলাদেশের ঘরে ঘরে বইছে আনন্দ আর উত্সব। কারন জয়ের বেশে ফিরেছে বাংলাদেশের বাঘিনীরা। এবার এই খুশি নিয়ে আবারো নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মো. আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু :-

এসো চুল খুলে পথে নামি…

যতবারই তাদের ছবি, ভিডিও দেখি, নিউজ লিংকগুলো পড়ি ততবারই কেন জানি চোখ ভিজে যাচ্ছে। এই অশ্রু আনন্দের,এই অশ্রু গর্বের।তারা কেউ আমার বোন কিংবা স্বজন নয়, তারা সমাজের অবহেলিত অংশ থেকে উঠে আশা একঝাঁক উচ্ছল সংগ্রামী কিশোরী। দেশের জন্য সম্মান বয়ে আনা আজকের মহাতারকা।

এই সংগ্রামী মহাতারকাদের চলার পথ মসৃন ছিলোনা। অনেক বন্ধুর পথ তাদের অতিক্রম করতে হয়েছে। মেয়ে বলে সমাজের টিপ্পনি ছিল, কুটুক্তি ছিল, পরিবারের বাধা ছিল, ধর্মীয় গোড়ামি ছিল।কতিপয় ভন্ড হুজুরদের মিছিল সমাবেশ ছিল তাদের গতিরোধ করতে। সেই বাধা তারা অতিক্রম করে দেশকে আজ গর্বিত করেছে।

এখনো তারা অবহেলিত, তাদের বিজয়ের সাথী হতেও ছুটে যায়নি কোনো রথী মহারথী। অথচ এই মেয়েগুলোর যাত্রা শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে চালু করা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ দিয়ে। প্রধানমন্ত্রী নিজে এই বাচ্চাদের খেলা দেখতে ষ্টেডিয়ামে যেতেন। তবুও তথাকথিত মহারথীদের কাছে তারা অবহেলিত। তারা কি মেয়ে বলে, নাকি সমাজের অবহেলিত অংশ থেকে উঠে আসা বলে?
নিজেদের সামর্থ দিয়ে তারা কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে। তাদেরকে দাবিয়ে রাখার অপচেষ্টার সমুচিত জবাব দিয়েছে। এখন সময় শুধু এগিয়ে যাবার। বাঘিনী বোনেরা সবাই..
এসো চুল খুলে পথে নামি

এসো উল্লাস করি….

এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে ইতিমধ্যেই বীরের বেশে বাংলাদেশে পৌঁছেছে বাংলার বাঘিনীরা। ট্রফি হাতে তাদের এই প্রত্যাবর্তন বরণ করে নিতে হাজির হয়েছে লাখ বাঙালি।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *