ফ্রান্সের প্যারিসের বিলাসবহুল রিটজ হোটেলের একটি কক্ষ থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের একটি আংটি পাওয়া গেছে।
ফ্রান্সের প্যারিসে বেড়াতে গিয়ে রিটজ হোটেলের কক্ষ থেকে আংটি হারিয়েছেন এক মালয়েশিয়ান ব্যবসায়ী।
গত শুক্রবার ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি কেনাকাটা করতে বেরিয়েছিলেন। ফিরে এসে তিনি টেবিলে প্রিয় আংটিটি দেখতে পাননি। হোটেলের এক কর্মচারী আংটি চুরি করেছে বলে তার ধারণা।
তবে দুই দিন খোঁজাখুঁজির পর হোটেলের ভ্যাকুয়াম ক্লিনারে আংটিটি পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হোটেলের নিরাপত্তা কর্মীরা গত রোববার ময়লার মধ্যে আংটিটি দেখতে পান।
গত শুক্রবার লন্ডনে বেড়াতে গিয়েছিলেন ওই নারী। তাকে জানানো হয় আংটিটি পাওয়া গেছে। আংটি নিতে প্যারিসে যাবেন তিনি।
রিটজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ভাগ্যজনক ঘটনার ক্ষতিপূরণ হিসেবে মালয়েশিয়ার ওই নারীকে তিন রাত হোটেলে বিনামূল্যে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ধারণা করা হচ্ছে তিনি এ প্রস্তাবে রাজি হবেন না।
নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতিও জারি করেছে হোটেল কর্তৃপক্ষ। এতে বলা হয়, স্থানীয় সময় রোববার সকালে আংটিটি পাওয়া যায়। রিটজ হোটেলের কর্মীরা আংটিটি খুঁজে বের করার জন্য অধ্যবসায় এবং পেশাগতভাবে কাজ করেছে। মালিকের হাতে আংটিটি পৌঁছানোর আগ পর্যন্ত তা পুলিশের হেফাজতে থাকছে।
তবে এর আগেও রিটজ হোটেল থেকে গয়না হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০১৮ সালে, হোটেলের ভিতরে একটি গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। একই বছর একই হোটেলের একটি কক্ষ থেকে সৌদি আরবের রাজপরিবারের এক সদস্যের মূল্যবান গয়না চুরি হয়।