১৪ ও ১৮ মতো ২৪ সালেও আওয়ামীলীগের পাতানো নির্বাচনকে একক ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত।যার কারণে দেশের ১৮ কোটি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে।অথচ ভারতে পক্ষ থেকে বলা হচ্ছে কোনো দেশের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা।অথচ সাম্প্রতিক নির্বাচন গুলোতে একটি দলকে ক্ষমতায় রাখতে তারা নির্লজ্জের মতো সর্মথন দিয়ে যাচ্ছে নিজেদের স্বার্থে।যেটি প্রকাশ্যে দেখছে বাংলাদেশের মানুষ।যার ফলে দিন দিন ভারতে প্রতি দেশের জনগণের বিদ্বেষ বেড়েই চলেছে।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
চাকভুম চাকভুম ড্যান্স হবে ড্যান্স
প্যারাসুট নারিকেল তেলের কোম্পানী ম্যারিকোর শেয়ারের দাম সেই যে পড়তেছে আর উঠার নাম নাই। ভায়াগ্রা দিলে দাঁড়াবে?
প্রসঙ্গত, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন শুরু করেছে সাধারন মানুষ।যার প্রমাণ মিলেছে ভারতে পন্য বয়কটে সাধারন মানুষে সাড়া দেখে।