ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা হিমু কিছুদিন আগে মা/রা গেছেন। আইন প্রয়োগকারী কর্মকর্তারা তার মৃ/ত্যুর রহস্য উদঘাটন করেছেন এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রেমের সম্পর্ক এবং জুয়া খেলার কথা জানিয়েছেন। এমন সময় আরেকটা কথা উঠে আসে। জানা গেছে, হুমাইরা হিমু বিগো লাইভ অ্যাপে বিভিন্ন ব্যবহারকারীর সঙ্গে ভিডিও চ্যাট করতেন।
এই অভিনেত্রীর বিগো লাইভ নিয়ে অনেক আলোচনা হলেও সম্প্রতি আলোচনায় আসেন চিত্রনায়িকা মৌসুমী। দেশের কয়েকটি চ্যানেলে বিগো লাইভে মৌসুমী সক্রিয় নিয়ে চর্চা চলছে। আর এমন গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ও অভিনেতার স্বামী ওমর সানী।
মঙ্গলবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘কবে মৌসুমী বিগো লাইভ করছে? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার বিগো আইডি ছিল না।’
ওমর সানীর বক্তব্যে একমত নেটিজেনরা। মন্তব্য কক্ষে মৌসুমীকে কখনোই বিগো ছিল না। তারা কখনো তাকে মেজাজ হারাতে দেখেনি।
এদিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে ওমর সানী দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে বলেন, “আমি ফেসবুকে পরিষ্কার করে বলেছি যে মৌসুমী কখনই বিগো অ্যাপে ছিলেন না। কেউ তাকে নিয়ে মন্তব্য করেছে। অবাস্তব মৌসুমী লাইভের কোনো প্রমাণ নেই।”