বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শিল্পীরা প্যানেল সাজানোর কাজ শুরু করেছেন। বিশেষজ্ঞ প্যানেল নিয়ে কোনো ঘোষণা না থাকলেও এবার একসঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর।
মৌসুমীও নির্বাচনে অংশ নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এবারও তিনি অন্য প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে। তবে এই গুজব উড়িয়ে দিয়েছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। একই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা।
ওমর সানী বলেন, শুনেছি এবার শিল্পী সমিতির নির্বাচন হবে ১৯ এপ্রিল। যারা প্যানেল গঠন করবেন তাদের অবগতির জন্য, দয়া করে আমাকে নির্বাচনে দাঁড়াতে বলবেন না। কারণ আমরা ভালো সিনেমা দিয়ে আমাদের জীবনে মানুষের ভালোবাসা পেয়েছে নির্বাচনে দাঁড়িয়ে তা হারাতে চাই না।
ওমর সানী নির্বাচনে না দাঁড়ালেও মৌসুমীকে নিয়েই নির্বাচনী প্যানেল সাজানো হবে বলে শোনা যাচ্ছে। সে বিষয়েও স্পষ্ট করেছেন ওমর সানী। তিনি বলেন,আমিও কানাঘুষা শুনেছি, মৌসুমী এবার নির্বাচনে দাঁড়াবে। এটার কোনো ভিত্তি নেই। কারণ আমাদের মেয়ে ফাইজার পড়াশোনার জন্য মৌসুমীকে এ বছর আমেরিকায় থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার পরিবারের কেউ নির্বাচনে দাঁড়াতে চায় না। আমার কাছে এমন অনুরোধ কেউ করবে না।