Sunday , January 5 2025
Breaking News
Home / opinion / মোমবাতি নিয়া বিক্ষোভ করছে,বিনপির পাশে দাড়াইয়া বুকে বুলেট নেয়ার হিম্মত আগে দেখান তারপর সমালোচনা কইরেন:পিনাকী

মোমবাতি নিয়া বিক্ষোভ করছে,বিনপির পাশে দাড়াইয়া বুকে বুলেট নেয়ার হিম্মত আগে দেখান তারপর সমালোচনা কইরেন:পিনাকী

সম্প্রতি রাজনীতির মাঠে আবারো সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যার আভাষ পাওয়া যাচ্ছে বেশ কিছু মাস ধরেই। এ দিকে বিনপির মোমবাতি মিছিল বা আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঠে নানা ধরনের সমালোচনা। আর সেই সমালোচনার জবাব দিয়েছেন পিনাকী ভট্টাচার্য। পাঠকের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

বিএনপি মোমবাতি নিয়া বিক্ষোভ করছে। এইটার ক্রিটিক করার নৈতিক অধিকার আছে একমাত্র বিএনপির নেতা কর্মীদের যারা রাজপথে লড়াই করতেছে। আমরা যারা বিএনপি করিনা, কিন্তু বিএনপির শুভাকাঙ্ক্ষী তাদের এইটা নিয়া ক্রিটিক করা মানায় না, কারণ বিএনপি শুধু মোমবাতি নিয়া বিক্ষোভই করে নাই, তারা রাজপথে অকাতরে জীবন আর রক্ত দিছে এবং দিচ্ছে। ওদের পাশে দাড়াইয়া বুকে বুলেট নেয়ার হিম্মত আগে দেখান তারপরে না হয় সমালোচনা কইরেন।

রাজপথের লড়াকু একটা দলের নেতা কর্মীদের মরাল কেন নষ্ট করেন ভাইজান?

প্রসঙ্গত, এবারের নির্বাচনে যাবে বিনপি তবে তার দাবি একটাই সরকার দলীয় কোনো নির্বাচন আর যাবে না। আর এই কারণেই এবার তারা আরো বেশি পরিমানে করতে যাচ্ছে আন্দোলন।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *