সম্প্রতি রাজনীতির মাঠে আবারো সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যার আভাষ পাওয়া যাচ্ছে বেশ কিছু মাস ধরেই। এ দিকে বিনপির মোমবাতি মিছিল বা আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঠে নানা ধরনের সমালোচনা। আর সেই সমালোচনার জবাব দিয়েছেন পিনাকী ভট্টাচার্য। পাঠকের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
বিএনপি মোমবাতি নিয়া বিক্ষোভ করছে। এইটার ক্রিটিক করার নৈতিক অধিকার আছে একমাত্র বিএনপির নেতা কর্মীদের যারা রাজপথে লড়াই করতেছে। আমরা যারা বিএনপি করিনা, কিন্তু বিএনপির শুভাকাঙ্ক্ষী তাদের এইটা নিয়া ক্রিটিক করা মানায় না, কারণ বিএনপি শুধু মোমবাতি নিয়া বিক্ষোভই করে নাই, তারা রাজপথে অকাতরে জীবন আর রক্ত দিছে এবং দিচ্ছে। ওদের পাশে দাড়াইয়া বুকে বুলেট নেয়ার হিম্মত আগে দেখান তারপরে না হয় সমালোচনা কইরেন।
রাজপথের লড়াকু একটা দলের নেতা কর্মীদের মরাল কেন নষ্ট করেন ভাইজান?
প্রসঙ্গত, এবারের নির্বাচনে যাবে বিনপি তবে তার দাবি একটাই সরকার দলীয় কোনো নির্বাচন আর যাবে না। আর এই কারণেই এবার তারা আরো বেশি পরিমানে করতে যাচ্ছে আন্দোলন।