নানা কৌশল অবলম্বন করে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে যাচ্ছে এমন কিছু প্রতারকচক্র, যার দায় রীতিমতো বহন করতে হয় অন্যকে। সম্প্রতি এমন এক প্রতারকচক্রের খপ্পরে পড়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
গত কয়েকদিক ধরে তার মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা করে আসছিল একটি প্রতারকচক্র। আর এটি বুঝতে পেরে ইতিমধ্যে সবাইকে সাবধান করে দিয়েছেন তিনি।
শনিবার (১৬ অক্টোবর) সকালে যুবলীগ চেয়ারম্যান বিষয়টি অবহিত করেন।
এ সময় তিনি বলেন, আমি সম্প্রতি বিভিন্ন জেলার যুবলীগের নেতাদের মাধ্যমে জানতে পারি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে একটি প্রতারকচক্র চাঁদা দাবি করছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বিটিআরসিও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। এ ছাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ সময়ে তার নাম ব্যবহার করে আর যেন আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাঁদা দাবি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন তিনি।
এদিকে যুবলীগ চেয়ারম্যান পরশের করা এই অভিযোগের আলোকে ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।