Thursday , January 9 2025
Breaking News
Home / Entertainment / মোবাইল দিয়ে মেরে লায়লা চেহারা বদলে দিয়েছে প্রিন্স মামুন (ভাইরাল সেই ভিডিওসহ)

মোবাইল দিয়ে মেরে লায়লা চেহারা বদলে দিয়েছে প্রিন্স মামুন (ভাইরাল সেই ভিডিওসহ)

সবাই ‘প্রিন্স মামুন’ ও ‘নীল পরী লায়লা’ নামেই চেনে। দুজনই টিকটকে বেশ জনপ্রিয়।দুইজনের মধ্যেই কয়েকদিন পরপরই বিচ্ছেদের সুরও বাজে আবার ঠিকও হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই দুই ব্যক্তির কর্মকাণ্ডে ক্ষুব্ধ। এদিকে গত সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে লায়লা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, মদ খেয়ে মামুন তাকে বেধড়ক মারধর করছেন।

এ সময় লায়লা অভিযোগ করে বলেন, মোবাইল দিয়ে মেরে তার চেহারা বদলে দিয়েছে প্রিন্স মামুন।

লায়লা ভিডিওতে আরও বলেন, আমি ট্রিপল নাইনকে ফোন করেছি। তারা ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগ করেছে। কিন্তু ওই থানার পুলিশ নাকি মধ্যরাতে আসতে পারবে না। এ সময় লায়লাকেও কাঁদতে দেখা যায়। এদিকে লায়লার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে লায়লা প্রসঙ্গে প্রিন্স মামুন আরেকটি ভিডিওতে বলেন, লায়লার সঙ্গে সম্পর্কের কারণে ক্যারিয়ারে যত সম্মান পেয়েছি, সব হারিয়েছি।

তবে BD24Live এ দুজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দুইজেনর এই মারামারির ঘটনা অন্য টিকটকার ও ইউটিউবারর খুব গুরুত্ব সহকারে প্রকাশ করছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

About Nasimul Islam

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *