চট্টগ্রামের ডিসি মোমেন নিয়ে এখন সর্বত্র হচ্ছে নানা ধরনের আলোচনা সমালোচনা। বিশেষ করে তার একটি বক্ত্যব নিয়ে এখন চারিদিকে চলছে নানা ধরনের ট্রল। সম্প্রতি নির্বাচনের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন ,” আওয়ামীলীগ এর জন্য বিএনপি জামাতের দোয়া করা উচিত”। আর এই মন্তব্য দেয়ার পরেই তাকে নিয়ে শুরু হয়েছে বেশ সমালোচনা। এ দিকে শুধু সমালোচনাতেই থেমে নেই বিষয় টি। জানা গেছে নতুন আরেক খবর।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী প্রার্থীর পক্ষে দোয়া চেয়ে মোনাজাত ধরেছিলেন চট্টগ্রাম জেলার ডিসি মমিনুর রহমান। গণমাধ্যমে সে খবর প্রকাশের কারণে তাকে জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অপসারণ করা হয়।
রোববার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
তিনি বলেন, মমিনুর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শীঘ্রই জানতে পারবেন। আমরা তাকে সরিয়ে দেব। তাৎক্ষণিকভাবে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া কঠিন। এ জন্য তদন্ত হতে হবে। এটা লঘু শাস্তি নয়। এই মুহুর্তে একমাত্র কাজ হল তাকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে অন্য একজন উপযুক্ত লোক নিয়োগ করুন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এলে ওই প্রার্থীর পক্ষে দোয়া ও ভোট চাওয়ার অভিযোগ ওঠে ডিসি মমিনুর রহমানের বিরুদ্ধে। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
মমিনুরকে নিয়ে এখনো কোন ধরনের মন্তব্য করেনি আওয়ামী লীগ বা তার দলের কেউ। তবে তিনি যে আওয়ামীলীগের একজন প্রীতিভাজন তা ধরে ফেলেছেন অনেকেই। আর এই কারণেই এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন একটি বক্তব্য মেনে নিতে পারছেন না কেউ।