Tuesday , December 24 2024
Breaking News
Home / opinion / মোদীর সমর্থনে হাসিনা শাসন চালাইতেছে: পিনাকী (ভিডিও)

মোদীর সমর্থনে হাসিনা শাসন চালাইতেছে: পিনাকী (ভিডিও)

বর্তমা সরকার জোর করে ক্ষমতা বসে একের এক অপকর্মকাণ্ড করে যাচ্ছে।আর সেই ধারা বজায় রাখতে আবার একতরফা নির্বাচন করতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নি/র্যাতন অব্যাহত রেখেছে সরকার।কিন্তু তাদের এমপি-মন্ত্রীরা বলেছেন তারা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।তবে নির্বাচনের মাঠে পরিস্থিতি দেখলে সম্পর্ন ধারণা বদলে যাবে।তারা বিরোধী দল বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে আবারও পাতানো ভোটের পথেই এগিয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

হাসিনার শাসন একটা অবৈধ, চেপে বসা ফ্যাসিস্ট শাসনই শুধু না। এই শাসন চরমভাবে ইসলামোফোব। তার উপরে সে মৈত্রী করিছে হিন্দুত্ববাদি মোদির সাথে। মোদীর প্রত্যক্ষ সমর্থনে সে শাসন চালাইতেছে। এর প্রকাশ তো আমরা দেখিই। সে শুধু আলেম হ/ত্যা করে নাই। সীমাহীন নি/পীড়ন চালাইছে আলেমদের উপরে। কতোদিন কতোজনকে জেলে নিছে তার ইয়ত্তা নাই। মসজিদে ঢুকে গুন্ডারা মুস্ললিদের পি/টাইছে, আর বাইরে ঠোলারা গু/লির বন্যা চালায়ে দিছে। মসজিদে আগত মানুষের উপরে আ/ক্রমণ কিরা হয় তিনটা দেশে ফিলিস্তিনে, ইন্ডিয়াতে আর বাংলাদেশে। আরে রাস্তায় দাড়ি টুপি পইড়া আপনি হাটছেন কিন্তু পুলিশ ধরে আপনারে চেক করে নাই এইটা যদি হয় তাইলে আমারে জানাইয়েন।

About Babu

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *