মালদ্বীপের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি করার পর ভারতজুড়ে উত্তেজনা ও বিক্ষোভের পর মালদ্বীপ তিন মন্ত্রীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তারা সোশ্যাল মিডিয়ায় ভারত ও মোদী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। দেশটির সরকার রোববার এক বিবৃতিতে বরখাস্তের সিদ্ধান্ত ঘোষণা করেছে। খবর এনডিটিভির।
শুক্রবার মালদ্বীপের যুব ক্ষমতায়ন প্রতিমন্ত্রী মরিয়ম শিউনা সোশ্যাল মিডিয়ায় মোদিকে ‘জোকার’ এবং ‘পুতুল’ বলেছেন।। অন্যদিকে ইমুজি ব্যবহার করে নেতিবাচক মন্তব্য করেন অপর দুই মন্ত্রী মালশা শরিফ ও মাহজুম মজিদ। এতে তাদের সাসপেন্ড করা হয়।
সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফরে যান নরেন্দ্র মোদি। সেই ভিডিও ভারতীয় এক নাগরিক পোস্ট করে লিখেন, ‘দারুণ পদক্ষেপ! এটা চীন সরকারের নতুন পুতুল মালদ্বীপের জন্য বড় ধাক্কা।’এই বক্তব্যের জবাবে সরকারি দলের নেতা জাহিদ রামিজ পাল্টা পোস্টে লিখেন, ‘সত্যিই ভালো পদক্ষেপ। কিন্তু আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ভুল হবে। কীভাবে ওরা এত পরিচ্ছন্ন হবে? দুর্গন্ধই তো সব থেকে বড় সমস্যা।’এই মন্তব্যের পর তোলপাড় শুরু হয় ভারতে। তাঁর এই মন্তব্যে অপর দুই মন্ত্রী ইমোজি দিয়ে সম্মতি জানিয়েছিলেন।