টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে নেপাল। চীনের হ্যাংজুতে এশিয়ান গেমস ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
এই ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ৩১৪ রান তুলেছে নেপাল। গোটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেই এটা সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল আফগানরা।
এই ম্যাচে আরও রেকর্ড গড়েছে নেপাল। এক ইনিংসে ২৬টি ছক্কা মেরেছেন নেপালি। যার আগে আফগানদের স্কোর ২২।
সবচেয়ে মজার ব্যাপার হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ডও তুলে নিয়েছে নেপাল। মাত্র ৯ বলে হাফ সেঞ্চুরি তুলে এনেছেন নেপালের দীপেন্দ্র সিং আইরে। ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি। আইরে ১০ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন। তার মধ্যে তিনি ৮টি ছক্কা হাঁকিয়েছেন। তার স্ট্রাইকরেট ছিল ৫২০।
অন্যদিকে, রোহিত শর্মা ও ডেভিড মিলারকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন নেপালের কুশল মাল্লা। ৩৪ বলে সেঞ্চুরি করেন তিনি। ৫০ বলে ১৩৭ রান করেন। এই ইনিংসে তিনি মারেন আটটি চার ও ১২টি ছক্কা। রোহিত এবং মিলার টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন।
আর মঙ্গোলিয়ার বিপক্ষে এসব রেকর্ড গড়েছে নেপাল।