সম্প্রতি সাকিবুল ইসলাম রানা নাম এক ছাত্রলীগ নেতার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হতেই রীতিমতো গোটা দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। জানা গেছে, সাকিবুল ইসলাম রানা রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে একে একে উঠে আসছে আরো নানা অনিয়মের অভিযোগ।
চার মিনিট ২৯ সেকেন্ডের অডিওতে শোনা যায়, এক নারী ছাত্রলীগ নেত্রীকে তার কাছে মেয়ে পাঠানোর কথা বলছেন রানা।
ওই অডিওতে রানাকে বলতে শোনা যায়, ‘তুমি আমার সঙ্গে নাটক করছ, তাই না?’ এ সময়ে ওপর দিক থেকে মেয়েটি তাকে বলেন, ‘কিসের নাটক ভাইয়া?’ রানা বলেন, ‘তোমার কথায় কাজে কোনো মিল নাই। আমার সঙ্গে চিটারি করতে পারবা না। বহুত বড় চিটারি-বাটপারি কইরি আমি প্রেসিডেন্ট হইছি। সব চিটারের দলের সর্দার আমি। তুমি না হয় আসলে না কিন্তু তুমি যাকে পাঠাতে চাও সে কোথায়? একজনের সাথে কইরি তুমি যদি বড় নেত্রী হও, সেটা মানুষ মাইনি লিতে পারে না, তুমি বুঝ না?’
মেয়েটি তাকে বলল, “ভাই, এগুলো ফালতু কথা, আমার আর্থিক সাহায্যের দরকার নেই।” আমি যথেষ্ট ভাল. সংগঠনকে ভালোবাসতাম বলেই আসছিলাম।’ রানা তখন বলল, ‘তাহলে শোন, ঠিক আছে আর শান্ত-মান্তর বেল নেই। এ সময়ে ওই মেয়েটি তাকে বলেন, ‘ভাইয়া আপনি মেয়ের কথা কালকে বলছিলেন, তো আমি আপনাকে ছবি পাঠাইছিলাম।’
রানা বলল, ‘দেখ, পাঠাতে পারিস কিনা?’ মেয়েটি বলল, ‘সে পরিবারের সঙ্গে থাকে।’ রানা তখন বলল- ‘আটটা বাজে। এমন কি রাতে? দেখ দেখ আমাকে ফোন দাউ. মেয়েটিকে পাঠাও, কেউ যেন জানতে না পারে।’ মেয়েটি তাকে বলল, ‘কে জানবে না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন।’
এর আগে এক নারীর সঙ্গে রানার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। রানা প্রথমে ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০১৬ সালে, তিনি রাজশাহী কলেজ মুসলিম হল শাখা ছাত্রদলের ৬ তম যুগ্ম আহ্বায়ক হন। তিনি টানা তিন বছর এই কমিটির সক্রিয় নেতা ছিলেন। তবে ২০১৯ সালের দিকে ছাত্রদলের কমিটিতে থাকা অবস্থায় তিনি ঢাকায় গিয়ে ছাত্রলীগ নেতা হওয়ার জন্য লবিং শুরু করেন। তিনি একসময় রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হন। আর তার এই উত্থানের পেছনে রয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের মা-বাবার ভালোবাসা।
তবে এ অভিযোগ রীতিমতো অস্বীকার করছেন ওই ছাত্রলীগ নেতা।
এদিকে ছাত্রলীগ সভাপতি রানার এই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র নিন্দা প্রকাশ করে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই।