আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শক্তিশালী ফ্রান্সের বিপরীতে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯ টায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা-ফ্রান্সের। তবে এই দুই ফুটবল দলকে নিয়ে নানা কৌতূহল দেখা দিয়েছে ফুটবল প্রেমী কোটি কোটি ভক্তের মাঝে। শুধু তাই নয়, রীতিমতো বিপাকে পড়েছেন বলিউড বাদশা শারুখ খানও।
এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, ‘‘বিশ্বকাপের ফাইনালে আপনি কাকে সমর্থন করবেন?’’ জবাবে শাহরুখ বলেন, ‘‘মন বলছে মেসি। তাই না? কিন্তু এমবাপের খেলা দেখতেও খুব ভাল লাগে।’’ শাহরুখের কথায় স্পষ্ট যে তিনি সরাসরি কোনো দলকে সমর্থন করছেন না। তবে তার মন বলছে, মেসি জিতলে তিনি আরও খুশি হবেন।
২০১৪ সালের পর আরও একবার বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছেন মেসিরা। গতবার জার্মানির কাছে হেরে তাদের স্বপ্ন ভেঙ্গে যায়। তবে এবার বিশ্বকাপ জিততে মরিয়া মেসি। এই বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন তিনি। পাঁচ গোল করেছেন। তিনটি গোল করিয়েছেন। তাই শেষ বিশ্বকাপে ট্রফি জিততে মরিয়া।
অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফ্রান্স। ব্রাজিলের পর তারাই দ্বিতীয় দল যারা টানা দুটি বিশ্বকাপ জিততে চলেছে। এমবাপ্পে ভালো ফর্মে আছেন। পাঁচ গোলও করেন তিনি। ফ্রান্সের লক্ষ্য থাকবে টানা দুটি বিশ্বকাপ জেতা।
তবে মেসি প্রেমী ভক্তদের যেন একটাই দাবি, এবারের বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চান তারা। কেননা এরপর আর কখনই আর্জেন্টিনার জার্চিতে দেখা যাবে না গুণী ফুটবল তারকাকে।