৩৬ বছর পর সাবেক বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের জয়ের স্বাদ পেল। আর এই জয়ের পর গোটা আর্জেন্টিনা জুড়ে চলছে আনন্দ উল্লাস। বিশ্বকাপ জয় উপলক্ষ্যে দেশটিতে সাধারন ছুটিও ঘোষনা করে সরকার। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হয়েছিল মেসিদের বিশ্বকাপ। কিণ্তু শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে ফ্রান্সকে হারিয়ে শিরোপার খরা ভাঙল মেসির দল।
মেসির এই বিশ্বজয় যখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, তখন ফ্রান্সের একটি রেস্তোরাঁর মালিক মেসিকে অপমান করলেন।
একটি বারে মেসির পিএসজি জার্সি ডোরম্যাট হিসাবে রয়েছে যার পাশে একটি ব্ল্যাকবোর্ড লেখা রয়েছে, ‘রেস্তোরাঁয় প্রবেশ করার সময় আপনার পা মুছতে ভুলবেন না’। আর মেসির পিএসজির জার্সি সেখানে রাখা হয়েছে পা মোছার জন্য। খবর ট্রিবিউনের।
আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের শিরোপা হেরেছে ফ্রান্স। আর তার পরেই তিনি এই পদ্ধতি অবলম্বন করেন। আর্জেন্টিনার কাছে পরাজয়ের যন্ত্রণায় তিনি এটা করেছেন তা বলার অপেক্ষা রাখে না।
তবে এ ঘটনায় আর্জেন্টিনার সমর্থকেরা জানিয়েছেন, এটা জয়-পরাজয়ের একটি খেলা। ফ্রান্স ভালো খেলার মাধ্যমে ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। কিন্তু পরাজিত হওয়ার পর তাদের এ ধরনের মনোভাব দেখানো উচিত হয়নি, যেটা কোনোভাবেই কাম্য নয়।