গত রোববার (১৮ ডিসেম্বর) ২০২২ সালের কাতার বিশ্বকাপে শক্তি ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপ জেতার আনন্দ পায় আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার এই কাতার জয়ের দিন হঠাৎই মেসিকে জড়িয়ে ধরতে দেখা যায় এক নারীকে। আর সেই দৃশ্যটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়।
এমন কি আর্জেন্টাইন তারকার কানে কানে কিছু কথাও বলেন ঐ নারী। অনেকেই ধরে নিয়েছিলেন ওই নারী মেসির মা। কিন্তু সত্যি কথা হলো ওই নারী মেসির মা নন। এমনকি মেসির পরিবারও নয়।
সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যে নারী আর্জেন্টিনার তারকা লিওলেন মেসিকে জড়িয়ে ধরেছিলেন তিনিই আর্জেন্টিনা দলের বাবুর্চি। নাম আন্তোনিয়া ফারিয়াস। তিনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে কাজ করছেন। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরই জার্সি পরে মাঠে নামেন ফারিয়াস।
মাঠে কয়েকজন ফুটবলারকে অভ্যর্থনা জানাতে গিয়ে মেসির দিকে ছুটে আসেন আন্তোনিয়া ফারিয়াস। সেখানে মেসিকে জড়িয়ে ধরেন তিনি। যে মুহূর্তটি মিডিয়া জুড়ে অনুরণিত হয়েছিল এবং সবাই ধরে নিয়েছিল যে তিনি মেসির মা। আসলে ফারিয়াস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন। গত বছর কোপা আমেরিকা ও ফাইনালে আর্জেন্টিনার দলে ছিলেন ফারিয়াস। এর আগে রাশিয়া বিশ্বকাপে দলের বাবুর্চি হিসেবেও নিযুক্ত ছিলেন তিনি।
তবে যাই হোক না কেন, একে ওপরের প্রতি তাদের দুজনের এমন ভালোবাসা রীতিমতো মুগ্ধ করেছে কোটি কোটি ভক্ত-শুভাকাঙ্খীদের।