ঢাকায় পথচারী ও ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ‘টয়লেট’ বসানোর জন্য মেয়রকে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার দুপুরে ফার্মগেটে ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের কাছে তিনি এ অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় টয়লেটের ব্যবস্থা করুন যাতে পথচারীদের ভোগান্তিতে পড়তে না হয়।
তিনি বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের (ট্রাফিক পুলিশ) কথাও আমাদের ভাবতে হবে। তাই তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য ছোট পুলিশ বক্স তৈরি করা হয়েছে। মেয়র যেভাবে বলেছেন, সেগুলো (পুলিশ বক্স) পরিবর্তন করে একটি সুন্দর পুলিশ বক্স তৈরি করবেন। তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন। আমিও তাকে (মেয়র) অনুরোধ করছি, যত বাক্স আছে, আপনি সেই (টয়লেট) ব্যবস্থা করে নেবেন।
রাজধানীর পুলিশ বক্সগুলোকে আধুনিকায়ন ও টয়লেটের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন মেয়র।