চলতি মাসের ১১ তারিখে ঘূর্ণিঝড় ড্যানিয়েল লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরে আঘাত হানে। এর ফলে শহরের কাছের দুটি বাঁধ ভেঙে কয়েক মিটার উঁচু বন্যায় পুরো দেরনা শহর ভেসে গেছে।
সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যা বিপর্যয়ে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় বর্তমান ও সাবেক আট কর্মকর্তাকে আটকের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান প্রসিকিউটর। দেশটির প্রধান প্রসিকিউটরের অফিসের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
সোমবার এক বিবৃতিতে জেনারেল প্রসিকিউটর আল-সিদ্দিক আল-সৌরের অফিস বলেছে যে রবিবার প্রসিকিউটররা অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগে পানি সম্পদ কর্তৃপক্ষ এবং বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাতজন প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে দুর্যোগের পরে বরখাস্ত হওয়া দেরনার মেয়র আবদুলমেনাম আল-গাইথিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আটজন সাবেক এবং বর্তমান কর্মকর্তা খালাস পাওয়ার জন্য যথেষ্ট প্রমাণ সরবরাহ করেননি এবং প্রসিকিউটররা তদন্ত না হওয়া পর্যন্ত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন, বিবৃতিতে বলা হয়েছে।।
এ প্রসঙ্গে প্রধান প্রসিকিউটর বলেন, আরও আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।
দেরনার দুটি বাঁধে ১৯৯৮ সাল থেকেই ফাটল ধরেছিলো বলে জানিয়েছেন প্রধান প্রসিকিউটর আল-সৌর। কিন্তু ২০১০ সালে একটি তুর্কি কোম্পানির সাহায্যে মেরামত শুরু হলেও ২০১১ সালে দেশটিতে বিদ্রোহের কারণে কয়েক মাস পরে মেরামত কাজ স্থগিত হয়ে যায়।
এ ঘটনায় দায়ীদের কঠোরভাবে মোকাবিলা করার প্রতিশ্রুতি দেন প্রসিকিউটর