সাবেক প্রসিকিউটর (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ( Syed Saidul Haque Sumon ) বলেন, মৌলভীবাজার জেলার জুড়ী ( Pair ) উপজেলায় অনেক প্রাকৃতিক সম্পদ আছে, রাজনৈতিক বড় নেতা আছে, এখানের মানুষের মেধা আছে তবে ফুটবলে ভাড়া খেলোয়াড় কেন? নিজেদের খেলোয়াড়রা কোথায়। নিজেদের খেলোয়াড়দের বাদ নিয়ে ভাড়া করা খেলোয়াড়দের দিয়ে আঞ্চালিক টুর্নামেন্ট জয় করা যাবে, কিন্তু নিজেদের প্রতিভার উন্মোচন করা সম্ভব নয়। নিজেদের মধ্যে থেকে ভালো খেলোয়াড় তৈরী করতে হবে।
শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের ( Moulvibazar ) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ফুটবল মাঠে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাগরণ সমাজকল্যাণ সংস্থা ( Jagran Social Welfare Organization ), গোয়ালবাড়ী খেলার আয়োজন করে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের মূল উদ্যোক্তা বাংলাদেশ ছাত্রলীগের ( Bangladesh Chhatra League ) সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির ( SM Zakir ) হোসেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
খেলায় মুসলিম সোসাইটি ( Muslim Society ) গ্রেটার কচুরগুলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ২৪ টি দলের অংশগ্রহণে ১২ ফেব্রুয়ারি ( February ) টুর্নামেন্ট শুরু হয়।
প্রসঙ্গত, খেলাধুলাসহ সকল বিষয়ে প্রত্যেকটি বিষয়ে নিজের অঞ্চলের মানুষকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা যদি নিজ এলাকার মানুষকে মূল্যায়ন করতে না শিখি তাহলে সামনে এগোতে পারবো না। ব্যারিস্টার সুমন মন্তব্য করেন নিজেদের কে মূল্যায়ন করতে শিখতে হবে, ভাড়া করা খেলোয়াড় দিয়ে হয়তো আঞ্চলিক খেলাগুলোতে জয় সম্ভব কিন্তু বৃহত্তর পরিসরে কখনও জেতা সম্ভব নয়।