বাংলাদেশের আলোচিত একটি নাম হয়ে গেছে আবরার ফাহাদ। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ দেশের স্বার্থের কথা বলে ছাত্রলীগের হাতে দিয়েছিলো জীবন।আর সেই থেকেই সারা দেশ আবরার ফাহাদকে মনে রেখেছে এখনো। সম্প্রতি আবরার ফাহাদের মৃতবার্ষিকী ছিল। আর সেখানে আবারো হামলা করে ছাত্রলীগ। এ নিয়ে এবার একটি বিশেষ লেখনী লিখেছে ফারুক ওয়াসিফ। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু :
আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে ঠিক, কিন্তু তার মৃত্যু ঘটেনি। তার নাম এখন আরও জীবন্ত। আবরার জীবন্ত রাজনীতিতে, আবরার জীবন্ত নিপীড়িতের ফরিয়াদে। যার নাম আগে কেউ জানত না, সে এখন প্রতিবাদ ও দেশপ্রেমের প্রতীকে। নিপীড়িতরা এভাবেই তাদের বীর, তাদের নায়কের স্মৃতি বাঁচিয়ে রাখে।
আবরারকে ভোলেনি তার হত্যাকারীদের ভাই-বেরাদরেরাও। আবরারের নাম-নিশানাও তারা রাখতে চায় না। এ জন্য প্রতিবছর যেখানেই আবরারের স্মরণসভা হয়, সেখানেই তারা হামলা করে। এবারও আবরারের ছবিওয়ালা ব্যানারে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের আক্রোশ দেখে মনে হয়, তারা আবরারকে বারবার হত্যা করতে পারবে।
প্রসঙ্গত, ৭ অক্টোবর ২০১৯ তারিখতা হয়তো ভুলবে না বাংলাদেশ। এ তারিখেই নিজের দেশের স্বার্থের কথা বলে নিজেরই সহপাঠী ছাত্রলীগের তথাকথিত নেতাদের হাতে নিজের জীবন বিলিয়ে দিয়েছিল। এরপর থেকেই আবরার ফাহাদের নামটি হয়ে গেছে প্রতিবাদের একটি মূর্ত প্রতীক।