মৃত্যুর ১৫ বছর পর মুক্তি পাচ্ছে অভিনেতা মান্না অভিনীত ‘জীবন যন্ত্রণা’ ছবিটি। আগামী ১৫ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
নায়ক মান্না ১৭ ফেব্রুয়ারি, ২০০৪ সালে মারা যান। এটি তার শেষ সিনেমা।
মান্না ছাড়াও সিনেমাটিতে রয়েছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ আরও অনেকে।
সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এটি মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র, তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনে মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।’
তিনি আরও বলেন, ‘লীলামন্থন নামে সিনেমার কাজ শুরু করেছি। আমি সেই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিয়েছিলাম। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র বিলম্বিত হয়। করোনার কারণে মুক্তিও বিলম্বিত হয়। তারপরও ছবিটি মুক্তি দিতে চাই। ভক্ত ও সাধারণ দর্শকদের জন্য ছবিটি মুক্তি দেব।
সিনেমাটি ২০২১ সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পায়। খোরশেদ আলম খসরুর সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেন জাহিদ হোসেন।