Friday , January 10 2025
Breaking News
Home / Entertainment / মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী, ‘ভালো আছে’ বলতে ভয় লাগছে প্রেমিকের

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী, ‘ভালো আছে’ বলতে ভয় লাগছে প্রেমিকের

ভারতীয় বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। খুবই অল্প সময়ের মধ্যেই পর্দায় নিজেকে সফলভাবে মেলে ধরতে পারা অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। তবে বর্তমানে খুব একটা ভালো নেই সবার প্রিয় এই অভিনেত্রী। গত বেশকিছুদিন ধরেই ভেন্টিলেশনে অচেতন অবস্থায় রয়েছেন তিনি। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছেন বিনোদন অঙ্গনের সকলেই।

এদিকে তার সবশেষ পরিস্থিতি নিয়ে তার প্রেমিক সব্যসাচী (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন, হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সঙ্গে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সঙ্গে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সঙ্গে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।

তিনি আরও লেখেন, আমার আজকাল কিছুই লিখতে ইচ্ছা করে না, কিন্তু আজ কিছু মানুষের বর্বরতার নমুনা দেখে লিখতে বাধ্য হলাম। ইউটিউবের কল্যাণে কয়েকটা ভুয়া ভিডিও আর ফেক থাম্বনেল বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি, সেটা যে ওর বাড়ির লোকের মনে কেমন প্রভাব ফেলে তা হয়তো আপনারা বুঝবেন না। আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি, অবনতি ঘটেছে মানবিকতার। ‘ভালো আছে’ বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে। প্রচণ্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে, কিন্তু ঠিক ফিরে আসবে। ওর একা থাকতে বিরক্ত লাগে।

জানা যায়, ‘ভাগাড়’ সিরিজ়ের পর নতুন একটি সিনেমার শুটিংয়ে গোয়ায় যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলার। কিন্তু হঠাৎ স্ট্রোক করায় তার সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। হাসপাতালের বিছানায় শুয়ে রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছেন এই অভিনেত্রী। ফলে অসুস্থতার কারণে আর গোয়া যাওয়া হলো না ঐন্দ্রিলার।

এর আগে চলতি মাসের ১ নভেম্বর রাতে হঠাৎ স্ট্রোক করেন গুণী এই অভিনেত্রী। পরবর্তীতে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভেন্টিলেশনে নেয় চিকিৎসক। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *