ভারতীয় বাংলার খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। টিভি নাটকে অভিনয়ের করে খুবই অল্প সময়ের মধ্যেই কোটি ভক্তের মনের মাঝে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই মুহূর্তে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে তাকে। আর এরই মধ্যে পেলেন আরেক দুঃসংবাদ। জানা গেল, সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে তাকে।
হঠাৎ স্ট্রোক করায় গত তিনদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে ছিলেন এই অভিনেত্রী। শরীরের একপাশ অসাড়। লড়াই চালিয়ে যাচ্ছেন। তাহলে যে ছবিটি গোয়ায় যাওয়ার কথা ছিল, তা কি পিছিয়ে দেওয়া হয়েছিল? প্রশ্ন উঠেছে।
খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। সূত্রের খবর, ইতিমধ্যেই গোয়ায় শুটিং শুরু হয়েছে। ঐন্দ্রিলা চরিত্রে দেখা যাবে আরেক অভিনেত্রীকে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য জানান, অনেক আগেই সবকিছু ঠিক ছিল। কেউ কেউ গোয়া পর্যন্ত পৌঁছেছেন। তাই ঐন্দ্রিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ করা বা অন্য কোনো উপায় করা সম্ভব হয়নি। আর এ জন্য তাকে এই ছবি থেকে বাদ দেয়া হয়েছে।
প্রতিটি ছবির পেছনে শুধু নায়ক-নায়িকা নয়, জড়িত থাকে শত শত মানুষ। ক্যামেরা থেকে লাইট, শুটিংয়ের খুঁটিনাটি হ্যান্ডেল করতে অনেক লোক লাগে। আর শুটিং যদি হয় শহরের বাইরে, তাহলে তো প্রশ্নই আসে না। তখন খরচ অনেক বেড়ে যায়। বলিউড বা হলিউড বা দক্ষিণী ছবির ক্ষেত্রে প্রযোজক বা পরিচালকরা চলচ্চিত্র নির্মাণে যে বিলাসিতা দেখাতে পারেন তা বাংলা চলচ্চিত্র পরিচালক বা প্রযোজকদের জন্য কঠিন। কারণ এখানে বাজেট সীমিত। এই সব বিষয় মাথায় রেখেই ঐন্দ্রিলার অনুপস্থিতিতে নতুন নায়িকাকে নিয়ে গোয়ায় এই ছবির শুটিং শুরু হয়েছে।
কিন্তু ইন্ডাস্ট্রির একাংশের মতে, এটা ঠিক নয়। অপেক্ষা করা উচিত তাদের আশা এই অভিনেত্রী শিগগিরই সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরবেন। তাই আরো কয়েকদিন অপেক্ষা করলে ভালো হতো। আবার কেউ কেউ শিল্পের অবকাঠামোর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন।
এর আগে গত মঙ্গলবার হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন ভারতীয় বাংলার গুণী এই অভিনেত্রী। এরপর দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হলে সেখানেই চিকিৎসক জানান, তার ব্রেন স্ট্রোক হয়েছে।