Saturday , January 11 2025
Breaking News
Home / Countrywide / মৃত্যুর আগে স্ত্রীকে নিয়ে মনছুরের পোস্ট: সবাই ভিডিওটা দেখেন, রিয়া তোমার জন্য আমার জীবন গেল

মৃত্যুর আগে স্ত্রীকে নিয়ে মনছুরের পোস্ট: সবাই ভিডিওটা দেখেন, রিয়া তোমার জন্য আমার জীবন গেল

বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীর অপ্রত্যাশিত কাণ্ডে নিজেকে সামাল দিতে না পেরে শেষমেষ সোশ্যাল মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে আত্মহনন করেছেন মো. মনছুর মাখন (২৭) নামে এক যুবক। মাখন দীর্ঘদিন ধরে সৌদি আরবের একটি পেট্রল কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে। শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মাখন জামালপুরের মাদারগঞ্জ শহরের চরবাওলা গ্রামের সৈয়দ জালাল উদ্দিনের ছেলে।

মৃত্যুর আগে ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন মাখন। প্রথমটি ছিল- ‘রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেল।’

অন্য একটি স্ট্যাটাসে তিনি তার বিয়ের একটি ভিডিও আপলোড করে লিখেছেন, রিয়া আমাকে বিয়ে করেও আরেকটা বিয়ে করলো সবাই দেখেন ভিডিওটা।

তার স্বজনরা জানান, মনছুর রহমান মাখন ১৪ মাস আগে সৌদি আরবে যান। সেখানে একটি পেট্রোল কোম্পানিতে চাকরি করতেন।

সৌদিতে চাচার সঙ্গে একই ঘরে থাকতেন।

মাখনের মামা ইয়াছিন মন্ডল মোবাইল ফোনে জানান, তিন মাস আগে মাখন মাদার’গঞ্জের রিয়া নামের এক মেয়েকে ফোনে বিয়ে করে। কিন্তু বিষয়টি কেউ জানতেন না। ৫ জানুয়ারি রিয়া মাখ’নকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেন। এতে মান’সিক’ভাবে ভেঙে পড়েন মাখন।

তিনি আরও বলেন, ঘটনার দিন সকাল ৬টার দিকে মাখনকে বিছানায় না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। না পেয়ে কাজে চলে গেলাম। সকাল ৯টার দিকে বাড়ির ছা’দে মাখন গলায় ফাঁস দিয়ে ‘আ’ত্ম’হ”ত্যা’ করেছে বলে খবর পাই। পরে লা’শ’টি উদ্ধার করে সৌদি পুলিশ।

এদিকে এ বিষয়ে মাদারগঞ্জ থানার পরিদর্শক ফিরোজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, তিনি গতকাল এ বিষয়ে অবগত হয়েছেন। তবে ঘটনাটি যেহেতু সৌদি আরবে, সেহেতু তারা ব্যবস্থা নেমে বলেও জানান তিনি।

About Rasel Khalifa

Check Also

কৃষকদল নেতার জুয়ার আসরে অভিযান, আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

ময়মনসিংহে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে আইনজীবী ও কাউন্সিলরসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *