এবার রাজধানী ঢাকার বুড়ীগঙ্গাতে উদ্ধার হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের জনপ্রিয় একজন নেতা দুরন্ত বিপ্লবের নিথর দেহ। আর এ নিয়ে এখন সারা দেশে চলছে তুমুল আলোচনা সমালোচনা। খোঁজ নিয়ে জানা যায় গতকাল শনিবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত পরিচয় এক নিথর দেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকালে লাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জব) ছাত্রলীগের সাবেক নেতা দুরন্ত বিপ্লবের বলে তার পরিবারের সদস্যরা জানান।
রাজনীতির বাইরে বিপ্লবের আরেকটি পরিচয় ছিল। তিনি কৃষিকাজে নিয়োজিত ছিলেন। নিখোঁজের দুই দিন আগে বিপ্লব ফেসবুকে কোরআনের একটি অনুবাদ পোস্ট করেন।তবে, তিনি ১৮ মার্চ ফেসবুকে একটি পোস্ট পিন করেছিলেন।
ওই পোস্টে আল্লাহ’র কাছে তিনটি অনুগ্রহ চেয়েছিলেন বিপ্লব। এতে তিনি আল্লাহর কাছে শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন এবং ঈমানের সঙ্গে মৃত্যু কামনা করেছিলেন।
এর আগে গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়। নিখোঁজের পাঁচ দিন পর শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বুড়িগঙ্গা নদী থেকে বিপ্লবের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ।
প্রসঙ্গত, বিপ্লবের রাজনীতিতে উত্থান ঘটে ১৯৯৬ সালে। আর সেই থেকেই তাকে চিনতে শুরু করে দেশের মানুষ। বিশেষ করে জাবি’র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ১৯৯৬ সালে অনার্স শেষ করেছিলেন বিপ্লব।আর সেই সময়ে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য। কেরানীগঞ্জে তার কৃষি খামার ছিল।অনেকেই তার কাছ থেকে কৃষি কাজের পরামর্শ নিতে এসেছেন একটা সময়ে ।