Tuesday , January 7 2025
Breaking News
Home / Entertainment / মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় কেকের শেষ স্ট্যাটাস, যেন কাঁদাচ্ছে সবাইকে

মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় কেকের শেষ স্ট্যাটাস, যেন কাঁদাচ্ছে সবাইকে

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ( Krishnakumar Kunnath ) ওরফে কেকে। ক্যারিয়ারে একাধিক সাড়া জাগানো ‘গান’ উপহার দিয়ে কোটি কোটি ভক্ত-শুভাকাঙ্খিদের মনের মাঝে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবসত নতুন করে তার কন্ঠে আর কখনো শোনা যাবে না কোনো গান। গতকাল মঙ্গলবার ( Yesterday Tuesday ) কলকাতার এক অনুষ্ঠানে গান গাইতে গাইতে না ফেরার দেশে চলে যান সবার প্রিয় এই শিল্পী।

এদিকে সোশ্যাল মিডিয়ায় কেকে তার শেষ পোস্টে বলেছিলেন জীবনের স্পন্দনের কথা। তার পরেই থেমে গেল কেকের হৃদস্পন্দন।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে শেষ পোস্টে তিনি লিখেছিলেন, নজরুল ( Nazrul ) মঞ্চে লাইভ শোয়ে স্পন্দন টের পাচ্ছেন। সব দর্শক শ্রোতাদের ভালোবাসাও জানিয়েছিলেন সেখানে। কে জানত, সেই পোস্টের আর কয়েক ঘণ্টা পরেই এই শিল্পীর হৃদস্পন্দন থেমে যাবে।

কিছুদিন আগে পুনেতে পারফর্ম করেছেন এই শিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের ছবিও দিয়েছেন তিনি। এরপর মঙ্গলবার কলকাতায় হাজির হন তিনি। মুম্বাই থেকে ফ্লাইটে ওঠার আগে সোশ্যাল মিডিয়ায় ছবি তোলেন তিনি। লেখেন কলকাতা যাওয়ার পথে ছবি।

সেই সব ছবিই এখন ভক্তদের আরও ব্যথিত করে তুলেছে মঙ্গলবার রাতে।

এদিকে গুণী এই শিল্পীর অকাল মৃত্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে পরিবার-পরিজনদের আঝে। তাকে এভাবে হারাতে হবে যেন কোনোদিন কল্পনাও করেননি তারা। স্বজনদের পাশাপাশি কেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্খিরা।

About Rasel Khalifa

Check Also

অভিনেতা প্রবীর মিত্র আর নেই

নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *