দুবাই থেকে ফেরত আসলো বাংলাদেশের টাইগাররা। কিন্তু ঢাকায় ফেরার পর তারা গণমাধ্যমের সাথে কোনো রকম কথা বলেনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নেমে তারা মিডিয়াকে বেশ কৌশল করে এড়িয়ে যান। বিষয়টা অস্বাভাবিক কিছু নয়। কারণ এশিয়া কাপের প্রথম পর্ব থেকে বাদ পড়ে গেছে বাংলাদেশ, যেটা দলের জন্য অনেকটা বেদনাদায়ক সময়, সেখানে মিডিয়ায় কি বলবেন ক্রিকেটাররা।
বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে নীরব অবস্থা বিরাজ করলে নীরবতা ভাঙলেন মুশফিকুর রহিম। হঠাৎ করেই ঘোষণা দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন তিনি।
তার এমন ঘোষণায় বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল বলেছেন, মুশফিকের সিদ্ধান্ত পূর্বপরিকল্পিত ছিল না।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে মুশফিকের সঙ্গে তার বেশ কয়েকবার দেখা হয়েছে। কিন্তু মুশফিক একবারও তার অবসরের পরিকল্পনা নিয়ে কিছু বলেননি।
কারণ মুশফিক বোর্ডের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অবসরের ঘোষণা দিয়েছেন- এমনটাই বক্তব্য ছিল বিসিবির এই কর্মকর্তার। তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তিনি একটি এসএমএস পেয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “ফেসবুক স্ট্যাটাস দেওয়ার সময় মুশফিক আমাকে একটি এসএমএস দেন। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা উল্লেখ ছিল।
উল্লেখ্য এশিয়া কাপে বাংলাদেশ আশানুরুপ পারফরমেন্স করতে পারেনি কিন্তু প্রথম পর্ব থেকেই ছিটকে পড়বে এটা তারাও আশা করেননি। তবে সার্বিক বিচারে বাংলাদেশের ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে হতাশ ক্রিকেট বোর্ড। এদিকে মুশফিকুর রহিমের হঠাৎ টি-টোয়েন্টি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত অনেককে ভাবিয়ে তুলেছে।