গতকাল বিজয় দিবস উদযাপনের আগের দিন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এমন অঙ্গীকারের মাধ্যমে সবাইকে শপথবাক্য পাঠ করান। গত বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এই শপথবাক্য পাঠ করান। এ সময় পডিয়ামে ‘মুজিবর্ষ’ লেখা যে ভুল বানান সেটাতে চোখ আটকে যায়। ‘মুজিববর্ষ’ বানানটি ভুল করে সেখানে লেখা হয়েছিল ‘মুজিবর্ষ’। মহা এই আয়োজনে এমন বিব্রতকর ভুল নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়।
এটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে আয়োজন কমিটির পক্ষ থেকে ‘প্রযুক্তিগত কারণে এই বানান বিভ্রান্তি’ বলে ব্যাখ্যা দেওয়া হয়।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ড. কামাল আবদুল নাসের চৌধুরী। শপথ অনুষ্ঠানের ডায়াসের সামনের লোগোতে ’মুজিববর্ষ’ বানানে যে ভুল হয়েছে তা আয়োজকদের চোখ এড়িয়ে গেছে বলে স্বীকার করেছেন তিনি।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে একটি টেলিভিশনের সংবাদ পর্যালোচনার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আবদুল নাসের চৌধুরী এ সব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘মুজিববর্ষ’কে ‘মুজিবর্ষ’ বলে মুদ্রিত হওয়াটা ছিল ভুল। এই ভুলটি আমাদের চোখ এড়িয়ে গেছে।’
তিনি বলেন, ‘কারিগরি জটিলতার কারণে এই ভুলের ব্যাপারে কাউকেই এককভাবে দায়ী করার কোনো অবকাশ নেই।’
প্রসংগত, গত বৃহস্পতিবার অর্থাৎ ১৬ ডিসেম্বর বিকেলের দিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই উল্লেখ করে বলেছেন, বানান ভুল সংশোধনের দায়িত্ব কি প্রধানমন্ত্রীর? কারন হিসেবে জানা যায়, অনেকে এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে। এ ধরনের ভুল বোঝাবুঝি আয়োজনের দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।