মিথিলা সৃজিতকে বিয়ে করার পর থেকে দুই বাংলায় মডেল কিংবা অভিনয়ে একটি পরিচিত নাম। অভিনয় বা সংসার জীবনে, তাকে নিয়ে চলে আলোচনা। তবে দুর্গাপূজা উপলক্ষে রাফিয়াত রশিদ মিথিলা নতুন সাজে এবং নতুন রূপে দেখা গেল। গতকাল (শুক্রবার) অর্থাৎ ১৫ অক্টোবর বিজয়ার দিনে তিনি ঘুরে বেড়িয়েছেন অনেক মন্দিরে এরপর সেগুলোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুল করেননি। তারপর তিনি তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিজয়া! আসছে বছর আবার হবে! এটি বিশাল সমারোহের মাধ্যমেই হবে! ‘
ছবিতে দেখা যায়, লালপেড়ে সাদা শাড়ি, লাল রঙের পিঠখোলা ব্লাউজ, খোপা করা চুলে জুঁই ফুলের মালা, কপালে লাল টিপ, তাকিয়ে আছেন ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে; যেন সাক্ষাৎ দেবী! কিন্তু না, খেয়াল করলে দেখা যায়, তিনি আসলে অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। এই সজ্জায় আবার তিনি সমালোচনায়ও পড়েছেন।
মিথিলাকে পূজার সাজে দেখে তার ভক্তরাও মুগ্ধ। ইতোমধ্যেই ভাই’রাল হয়ে গেছে ছবিগুলো। লাইক দেওয়ার অপশন রাখলেও তবে কমেন্ট অপশন সীমাবদ্ধ করে রাখায় এতে তেমন কেউ মন্তব্য করতে পারেননি।
কয়েক মাস স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে ভারতে থাকার সুবাদে শোনা গিয়েছিল, কলকাতায় দুর্গাপূজা উদযাপন করবেন তিনি। তবে তিনি সপ্তাহ দুয়েক আগে নিশ্চিত করে বলেছিলেন, কলকাতা নয়, ঢাকায়ই হবে তার পূজা। কয়েক দিনের মধ্যে সৃজিতও আসবেন ঢাকায়।
উল্লেখ্য, রাফিয়াদ রশিদ মিথিলা সৃজিতকে বিয়ের পর থেকে সমালোচনায় আসেন। তিনি বর্তমান সময়ে কোলকাতায় তার শশুরবাড়িতে রয়েছেন এবং সেখানে দূর্গাপুজার বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে উপভোগ করছেন। তিনি সৃজিতের সাথে সংসার করছেন বেশ সুখেই। অবশ্য মিথিলা সৃজিতকে বিয় করার প্রথম দিকে বেশ সমালোচনায় পড়েন। তবে সেটা সময় পার হওয়ার সাথে সাথে অনেকটা ম্লান হয়ে পড়েছে। মিথিলার সাথে তার মেয়ে আইরাও আছে।