স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হচ্ছে বেশ জমকালো আয়োজনে যার তৃতীয় দিন চলছে, এই উপলক্ষে ফুলপুর থা’নার ওসি তার নিজের অফিসরুমে একটি ভিন্ন ধরনের ব্যবস্থা করেছেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য। তিনি তার কক্ষে একটি ‘সংরক্ষিত চেয়ার’ রেখেছেন মুক্তিযোদ্ধাদের জন্য। গতকাল (শুক্রবার) ১৭ই ডিসেম্বর রাতের দিকে ওসি তার নিজ কক্ষে চেয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। ওসি এই ধরনের উদ্যোগ নেওয়ায় প্রশংসা করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
জানা গেছে, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে ফুলপুর থানায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আব্দুল্লাহ আল মামুন যিনি ফুলপুর থানার ওসি তিনি ঐ উপজেলার বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নেন। স্বাধীনতা যু’দ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শোনা যাচ্ছে। তিনি আবেগাপ্লুত হয়ে একাত্তরের রণাঙ্গনে জড়িত মুক্তিযোদ্ধাদের কথা লিপিবদ্ধ করেন।
এসময় তিনি বলেন, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৫০ বছর পর আপনাদের সঙ্গে কথা বলে আনন্দ পেলাম। আপনাদের শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে আপনাদের ইতিহাস কোনো দিন ভুলা যাবে না। আজ থেকে থা’নায় আমার নিজ অফিসে আপনাদের জন্য ‘সংরক্ষিত চেয়ার’ রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থানায় যেকোনো সমস্যা দ্রুত সময়ে আইন অনুসারে শেষ করে দেব ইনশাআল্লাহ।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য এই চেয়াররটি রাখা হয়েছে। তাছাড়া তারা এই সময়ে এসে এখন বয়সের ভারে অনেকটাই শক্তি হারিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তারা যে কষ্ট করেছেন সেটা আমরা এখন অনেকে অনুভব করতে পারি না বা অনেকে চেষ্টাও করি না। জীবনকে হাতের মুঠোয় নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছেন এই মহানায়করা। তারাও জানতেন যেকোনো সময় জীবন চলে যেতে পারে। কিন্তু আমরা কিছু না পারি তাদের তো একটু সম্মান দিতে পারি। আমি তাদের জন্য কিছু করতে চাই।