Thursday , November 14 2024
Breaking News
Home / Entertainment / মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশীদের আবেগে আঘাত দিয়ে পোস্ট, তোপের মুখে কঙ্গনা

মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশীদের আবেগে আঘাত দিয়ে পোস্ট, তোপের মুখে কঙ্গনা

স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জন টা ছিল অনেক কষ্টের। সেই বিজয় দিবস নিয়ে যদি কেউ বিতর্কিত কথা বলে তাহলে সেটা কোথায় লাগে এটা আর বলার উপেক্ষা রাখে না। ভারতের অভিনেত্রী কঙ্গনা এমনিতেই বারবার বিতর্কের মুখে পড়েন। যেন বিতর্কিত পোস্ট করাটাই তার অভ্যাস। এবার বাংলাদেশী নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন এই বিতর্কিত অভিনেত্রী বাংলাদেশের বিজয় দিবসে মুক্তিযুদ্ধ নিয়ে অরুচিশীল কথা বলে।

বাংলাদেশের বিজয় দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশি নেটিজেনদের তোপের মুখে কঙ্গানা। তিনি কাজের চেয়ে বেশি বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ এবং তার ইনস্টাগ্রাম থেকে স্টোরিতে পোস্ট করেন কঙ্গনা। ওই পোস্টে তিনি লিখেন, ‘ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘বাংলাদেশের বিজয়’ উল্লেখ না করে বলেছেন, ওই বছরের বিজয় ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ এবং ২০২১ সাল ভারতের বিজয়ের সুবর্ণ জয়ন্তী চিহ্নিত করেন।’

পোস্টের সঙ্গে তিনি ভারতীয় আর্মিদের সাথে বিভিন্ন সময় তোলা কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেন কাঙ্গনা। ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি স্যালুট।’ হ্যাসট্যাগে লিখেছেন- বিজয়দিবস, সোনালীবিজয়, অমৃতমহাউৎসব। ব্যারিস্টার কায়সার কামাল, দীলিপ ঘোষ, সাব্বির চৌধুরীর অসংখ্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কঙ্গনাকে ভুল শোধরাতে বলেন। তারা কঙ্গনাকে বলেন,’ আপনি যা লিখেছেন তা শুধরে নিন, এটি বাংলাদেশের বিজয়।’

এছাড়াও দেশীয় শোবিজের অনেকেই ওই পোস্টে কঙ্গনার পোস্ট নিয়ে জবাব দেন। এদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া রয়েছেন। জয় প্রতিবাদ করে লিখেছেন, ‘দয়া করে ইতিহাস বিকৃতি করবেন না। এটি ভারতের নয়, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। ভারত আমাদের সহায়তা করেছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই বিজয় অর্জনের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের আবেগে আঘাত করবেন না।’

হতে পারে ভারত বাংলাদেশকে সেদিন সাহায্য করেছে তাহলে এই ৩০ লক্ষ শহীদের রক্ত কোথায় যাবে, যদি স্বাধীনতা তাদেরই হবে? এ প্রশ্ন শুধু সংবাদমাধ্যমের নয় সারা বাংলাদেশ বাসীর। এটা আমাদের অর্জন আমাদের বিজয় দিবস। তাইতো কমেন্ট বক্সে জবাবটাও দিতে ছাড়েননি এদেশের জনগণ।

About Ibrahim Hassan

Check Also

গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, জানা গেল কনের পরিচয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যখন সারা দেশের মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তখন বেশ নিরব ছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *