সরকারের দুর্নীতি ও লুটপাটের কারনে দেশের অর্থনৈতিক অবস্থা সংকটের মুখে পড়েছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির হওয়ায় রিজার্ভ সংকট তৈরী হয়েছে যার কারনে সরকার জ্বালানি তেল, গ্যাস ক্রয় করতে পারছে না। আর এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতা মারা গেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারও আক্রমনের শিকার হচ্ছেন। অর্থনৈতিক সংকট নিরসনে আইএমএফ কাছে থেকে ঋণ পাওয়ার প্রসঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি স্ট্যাটাস দেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের উদ্দেশ্য হুবাহু সেটি দেওয়া হল।
দেখেন হাসিনার মন্ত্রীও আমার কথাই বলে। আমিই বলছি প্রথমে আইএমএফ জ্বালানি তেলে ভর্তুকি তুলে দিতে বলে নাই। অথচ সবাই হুক্কা হুয়া করতেছিলো আই এম এফ আই এম এফ বইলা। এমনকি মির্জা ফখরুলও। মির্জা ফখরুল দেশ চালাইবেন কীভাবে, যদি একটা ইনফরমেশন ইন্টারপ্রেট করতে না পারেন?
প্রসঙ্গত, আইএমএফ কাছে ঋণের পাওয়া শর্ত হিসেবে দেশে জ্বালানি তেলে ভর্তুকি তুলে দেওয়া কথা বলছে এমন তথ্য সঠিক না বলে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তবে ঋণের বিষয় নিয়ে এমন শর্ত দিয়া হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।