বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭৭তম জন্মদিন কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাটাচ্ছেন। শুক্রবার কারাগারে তার জন্মদিনে তার পরিবারের সদস্যরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন স্ত্রী রাহাত আরা বেগম, ছোট মেয়ে মির্জা শাফারু সুমি ও যুক্তরাষ্ট্র প্রবাসী বোন নাজমা কালাম। পরে তার স্ত্রী রাহাত আরা বেগম গণমাধ্যমকে বলেন, তার (বিএনপি মহাসচিব) অবস্থা ভালো নয়। ওজন কমেছে পাঁচ কেজি। বুঝতেই পারছেন, আমার মনটাও ভালো নেই।
তিনি বলেন, “আমরা তিনজন সকালে কেরানীগঞ্জ গিয়েছিলাম। তার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সাথে দেখা হয়েছিল। আমি কিছুদিনের জন্য চলে এসেছি। তার জন্য দোয়া করবেন।” তার স্ত্রী ও মেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন, যিনি এর আগে বেশ কয়েকবার কারাবন্দি ছিলেন।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিবছর জন্মদিনের ভোরে ঘুম ভাঙাতেন তার অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে শামারুহ মির্জা। এবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছোট কক্ষে সকালটা কেটেছে তার ‘একাকীত্বে’। পরিবারের সদস্যরা কারাগারে সাক্ষাতের সময় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পরদিন গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি মহাসচিব।
গত ২৮ অক্টোবর পল্টন ও রমনা থানায় বাদী হয়ে মোট ১১টি মামলা করে পুলিশ। এর মধ্যে ৯টি মামলার জবানবন্দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে। তিনি সব মামলায় জামিন পেলেও একটি মামলায় জামিন পাননি।