রাজধানীর তিনটি থানার পৃথক দুটি মামলায় মির্জা আব্বাস ও শহীদ উদ্দিন চৌধুরীর জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.
গত ১৫ জানুয়ারি দুই মামলায় মির্জা আব্বাস ও শহীদ উদ্দিনের জামিন আবেদন গ্রহণ করে রাজধানীর রমনা, পল্টন মডেল থানা ও ঢাকা রেলওয়ে থানায় তাদের নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৫ জানুয়ারি পৃথক রিট করেন তারা। মামলাগুলো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে বিচারাধীন রয়েছে বলে রিট আবেদনকারীদের আইনজীবী মো.
বিএনপির দুই নেতার পক্ষে আজ আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।