মির্জা আজমের বাসায় তিন ঘণ্টার অভিযান, যা যা পাওয়া গেলো

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ অভিযান চলে প্রায় তিন ঘণ্টা।

অভিযানে দুদক, র‌্যাব ও পুলিশের শতাধিক কর্মকর্তা অংশ নেন বলে জানা গেছে।

দুদকের সহকারী পরিচালক হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, বাড়িটিতে বৈদেশিক মুদ্রা থাকার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

তবে অভিযানের ফলাফল সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। উদ্ধার করা কোনো সম্পদ বা কাউকে আটক করা হয়েছে কি না—সে বিষয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নৌকা প্রতীকে একাধিকবার জামালপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।