সব বিভাগে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারাতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠে ক্রিকেট পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় হারতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। তবে রোববার আফগানিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচে কোনো ভুল করেনি সাকিব আল হাসানের দল। ৮৯ রানের দুর্দান্ত পারফরম্যান্সে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন জয়ের পেছনে অনেক ছোটখাটো ‘জুয়া’ খেলেছেন অধিনায়ক সাকিব।
দলের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা খুব ভালো অলরাউন্ড ক্রিকেট খেলেছি। ফিল্ডারদের জন্য ৫০ ওভার ফিল্ডিং করার পর ব্যাট করতে আসা সহজ নয়। টস জিতে আমরা খুবই ভাগ্যবান।’
ব্যাটিং অর্ডার নিয়েও আফগানদের বিপক্ষে কিছুটা ‘জুয়া’ খেলেছে বাংলাদেশ। বিশেষ করে মেহেদি হাসান মিরাজকে সাত থেকে ওপেনে আনেন অধিনায়ক। তবে এই প্রথম নয় যে মিরাজ ‘জুয়া’ খেললেন। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটনের সাথে মিরাজকে ওপেন করতে পাঠান অধিনায়ক মাশরাফি। সেই ম্যাচে ভালো ক্রিকেট খেলেও এবার অবিশ্বাস্য সেঞ্চুরি করলেন মিরাজ।
মিরাজের প্রতি আস্থা প্রকাশ করে সাকিব বলেন, তিনি শীর্ষে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। আমরা সব সময় তার পরাক্রম সম্পর্কে জানতাম।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বোলারদের জন্য কাজটা কঠিন ছিল। তারপরও দলের বোলারদের কাছ থেকে যেভাবে সাহায্য পেয়েছেন তাতে মুগ্ধ সাকিব, ‘আমরা আমাদের পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছি। ফাস্ট বোলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। বোলারদের জন্য এটা খুব একটা সহজ উইকেট নয়।’