রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের প্রধান আরিফ মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। সে যুবদল ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান। এ সময় তার ৩ সহযোগীকে আটক করা হয়। তারা হলেন হৃদয় (২০), মোঃ আলম (১৯) ও মোঃ রমজান (১৯)।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দলের নেতা হিসেবে আরিফ গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামের ট্যাটু এঁকেছেন।
পুলিশের ভাষ্যমতে, তাদের কাজ হচ্ছে বিভিন্ন গ্রুপের সঙ্গে মারামারি এবং বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি করা। আরিফের গ্রুপে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। তারা বার্তাবাহকের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। দলের কোনো সদস্য কোথাও হামলা করলে বাকিরা সেখানে ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
গতকাল রাতে তারা দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিল করতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানা পুলিশ তাদের জার্মান টেকনিক্যালের সামনে থেকে আটক করে। পরে তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়।