Wednesday , December 11 2024
Breaking News
Home / Entertainment / মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশিদূর যেতে পারবেন না : নির্মাতাকে অর্ষা

মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশিদূর যেতে পারবেন না : নির্মাতাকে অর্ষা

মা’দ’ক আইনের করা মা’মলায় দীর্ঘ ২৭ দিন কারাভোগের গত ০১ সেপ্টেম্বর জামিনে জেল থেকে মুক্তি পান জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আর এরই মধ্যে ঝক্কি-ঝামেলার অনেকটাই কাঁটিয়ে আরাবো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। জানা গেছে, এরই মধ্যে ‘মা’ নামক একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

 

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে বহু নাটকের নেপথ্য কারিগর হলেও রূপালি পর্দায় এটিই হতে যাচ্ছে অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা। আর এ নির্মাতা নিজের ঢালিউড যাত্রা শুরু করতে চলেছেন সময়ের সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনিকে দিয়ে।

কিন্তু এমন খবর গণমাধ্যমে আসতেই না আসতেই অভিনেত্রী নাজিয়া হক অর্ষা দাবি করলেন, ‘মা’ সিনেমার জন্য প্রথমে তাকেই নির্বাচন করেছিলেন নির্মাতা অরণ্য। এ নিয়ে কথা অনেকটা দূর এগিয়েও গিয়েছিল। শিডিউলও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গণমাধ্যমের কল্যাণে হুট করেই নায়িকা পরিবর্তনের খবর জানলেন তিনি।

নিজের ফেসবুকে বৃহস্পতিবার এমনটাই দাবি করে নির্মাতা অরণ্যের উপর ক্ষোভ উগড়ে দিলেন নায়িকা অর্ষা। তবে স্ট্যাটাসে পরীমনির নাম উল্লেখ করেননি।

অর্ষা লিখেছেন, ‘খুব সিনিয়র একজন পরিচালক, প্রায় সবাই তাকে চেনেন; কিছু দিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। আমাকেই লাগবে তার ক্যারেক্টারটির জন্য। আমি বললাম, এত হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন। পরিচালক অনেক রিকোয়েস্ট করলেন। আমি রাজি হলাম। সব শিডিউল ঠিক করলাম। মিটিং হওয়ার কথা আমাদের ৩ দিন পর। আজকে উনি বললেন, কিছু টেকনিক্যাল বিষয়ের জন্য কাজটা হচ্ছে না। ডেট ক্যানসেল করতে হচ্ছে। পরে ডেট মেলাতে পারলে উনি আমাকে নক করবেন।’

পরীমনির সঙ্গে সিনেমাটির জন্য অরণ্য আনোয়ারের লিখিত চুক্তি হওয়ার খবরকে ইঙ্গিত করে অর্ষা লিখেছেন, ‘পরিচালকের এই মেসেজটা পাওয়ার আগেই আমি নিউজ দেখলাম যে, আমার ডিরেক্টর গতকাল একজন ফেমাস অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করেছেন তার সিনেমায়। হয়ে গেলা না হাস্যকর বিষয়টা? আর শুটিং হবে জানুয়ারিতে। কারণ এই অভিনেত্রীর ডেট ফাঁকা নেই।’

সবশেষে অর্ষা লিখেছেন, ‘কাজ না-ই হতে পারে, কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশিদূর যেতে পারবেন না। তবুও শুভকামনা আপনার অসততা ও প্রথম সিনেমার জন্য।’

অর্ষার এই স্ট্যাটাস ইতোমধ্যে সিনেপাড়ায় আলোড়ন তুলেছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাড়ে তিন হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে স্ট্যাটাসে।

অর্ষার এমন অভিযোগের বিষয়ে নির্মাতা অরণ্য আনোয়ার দাবি করেছেন, অর্ষার কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়ার পর তিনি গুরুত্ব দেননি। তাই তার সঙ্গে আলোচনা এগিয়ে নেননি। পরীমনিকে নিয়েছেন।

 

উল্লেখ্য, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার (০১ আগস্ট) বিকালে বাননীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। এবং গ্রেপ্তারকালে তার বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও /মা/দ/কদ্র/ব্য উদ্ধার করা হয়। আর এরপরই দায়ের করা মাদক মামলায় তদন্তের সুবাদে পরীমনির ১৬ আলামত জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। যা ইতিমধ্যে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *