বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন—এমন খবর ঘুরপাক খাচ্ছে ঢালিউডে। সম্প্রতি গায়েহলুদের একটি ছবি প্রকাশ্যে আসায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
তাহসান নিজেই দেশীয় সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন, “বিয়ে এখনও হয়নি। শনিবার সন্ধ্যায় সব কিছু জানাব। গায়েহলুদের ছবিটি শুক্রবার ঘরোয়া এক অনুষ্ঠানে তোলা।”
গুঞ্জন অনুযায়ী, তাহসানের নতুন জীবনসঙ্গী রূপটান শিল্পী রোজা আহমেদ। এর আগে, তাহসান দীর্ঘ ১১ বছর ধরে অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে সংসার করেছিলেন। ২০১৭ সালে এই দম্পতি যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। পরে মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাহসান-মিথিলা তাদের মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথভাবে পালন করছেন। যদিও আয়রা বেশিরভাগ সময় মায়ের সঙ্গেই থাকে।
মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছে। কিছুদিন আগে ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ পাঠিকার সঙ্গে তাহসানকে সময় কাটাতে দেখা যায়। সেই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। অনেকেই ধারণা করেছিলেন, ওই সংবাদ পাঠিকা তাহসানের জীবনের নতুন ‘স্পেশাল পার্সন’।
তাছাড়া, অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গেও তাহসানের নাম জড়িয়েছে। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার নতুন জীবনের পথে এগিয়ে গেলেন এই জনপ্রিয় তারকা।
তাহসানের নতুন জীবনসঙ্গী কে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। ভক্তরা অপেক্ষা করছেন শনিবারের ঘোষণার জন্য, যা হয়তো তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পর্দা তুলবে।