অবশেষে নানা সমালোচনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। আজ সোমবার তিনি পদত্যাগ পত্র পাঠান। তবে মন্ত্রীসভা থেকে পদত্যাগের কিছুক্ষণের পরেই নিজের সোশ্যাল অ্যাকাউন্ট ফেসবুকে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
পাঠদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।’
‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
গত বেশকিছু দিন ধরে নানা সমালোচনায় জড়িয়ে পড়েন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ। কখনও গান গেয়ে, আবার কখনওকুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে সম্প্রতি এবার যে ঘটনাটি ঘটেছে তা, কোনো ভাবেই মেনে নেয়া যায় না বলে মনে করছেন সকলেই।