ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন। তবে পর্দায়’ ইমন’ নামেই ভক্তদের মাঝে অধিক পরিচিতি পেয়েছেন তিনি। এদিকে চলতি ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে ইমনের অভিনীত ‘আগামীকাল’ সিনেমাটি। এ নিয়ে এরই মধ্যে বেশ কৌতুহলি হয়ে পড়েছেন ভক্তরা। সিনেমাটি ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়তা পাবে এমনটাই প্রত্যাশা করছেন অনেকেই।
তবে এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির মোবাইল ফোন রেকর্ড ফাঁস হয়েছিল গেল সপ্তাহে। যে কলটি মুরাদ হাসান করেছিলেন চিত্রনায়ক ইমনের ফোনে। সেই কল রেকর্ড ফাঁস হলে সমালোচনার মুখে পড়তে হয় এ অভিনেতাকেও।
নিজের অবস্থান পরিস্কারের জন্য স্বেচ্ছায় ডিবি ও র্যাব কার্যালয়ে গিয়েছিলেন ইমন। জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইমনের ‘অনৈতিক সম্পৃক্ততা’ খুঁজে পায়নি। সেই মানসিক ধকল কাটিয়ে অনেকটা স্বস্তিতে ফিরেছেন চিত্রনায়ক ইমন।
এরমধ্যেই এ অভিনেতার ‘আগামীকাল’ নামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। সিনেমাটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। যিনি নাটক নির্মাণ করে সুনাম অর্জন করেছেন। ‘আগামীকাল’ তার প্রথম সিনেমা।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে চিত্রনায়ক ইমন বলেন, সাইকো থ্রিলার ধাঁচের সিনেমা ‘আগামীকাল’। এক কথায় গল্প নির্ভর সিনেমা। পরিচালক অঞ্জন দার প্রথম সিনেমা। অনেক বছর যাবত বিভিন্ন গল্পে নাটক পরিচালনা করে তিনি অভিজ্ঞ হয়েছেন।
ইমন বলেন, নাটক থেকে এসে অমিতাভ রেজা, গিয়াস উদ্দিন সেলিম, দীপঙ্কর দীপনরা সাফল্য পেয়েছেন। একই অভিজ্ঞতা নিয়ে অঞ্জন এসেছেন। গল্পের প্রয়োজনে উনি বিভিন্নভাবে এ সিনেমাতে আমিসহ অনেকেই আছেন, তাদের উপস্থাপন করেছেন।
ইমন মনে করেন, করোনা পরবর্তী ভালো সিনেমা ছাড়া ইন্ডাস্ট্রি চাঙ্গা হবেনা না। তার মতে, ‘আগামীকাল’ একটি ভালো সিনেমা।
তিনি বলেন, দর্শক এখনও শতভাগ হলে যাওয়া শুরু করেনি। তারপরেও আমাদের দেশে সাইকো থ্রিলার স্বাদের সিনেমা কম হয়। যারা এই ধরনের গল্প পছন্দ করে তাদের হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত। আমি হিট ফ্লপের যুক্তিতে যাবো না। এই সময়ে এসে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে। দর্শকদের এখন হলে আশা উচিত। সিনেমা হলে গিয়ে আমাদের উৎসাহ দেয়া উচিত ।
ব্যক্তিগত জীবনে ‘অপ্রীতিকর ঘটনা’ সিনেমা বা ক্যারিয়ারে কোনো বাজে প্রভাব ফেলবে না উল্লেখ করে ইমন বলেন, কয়েক মিনিটের একটা ফোন কলের উপর ভিত্তি করে মানুষকে বিচার করা যায় না। যারা আমাকে ভালোবাসে তারা জানে আমি কেমন। একেবারে প্রথমদিন থেকে আমি প্রত্যেকটা গণমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছি। নিজেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। সবকিছু মিলিয়ে মানুষ আসল ঘটনা বুঝতে পেরেছে। তারা আমার পাশে ছিল, আছে এবং আগামীতে থাকবে।
ইমন বলেন, আমি কেমন মানুষ আমার সহশিল্পীরা জানেন। মাহি নিজেও জানে ঘটনাটা কী ছিল। তবে ঘটনাটা ঘটার পর নিজের কাছে খুব খারাপ লেগেছে। একদিন না একদিন সবাই বলবে ইমন ঠিক ছিল। তার কোনো দোষ নেই। এই খারাপ সময়টা আমি মনে করতে না চাইলেও হয়তো মনে থাকবে। সবচেয়ে বড় কথা নিজের সততার উপর নিজের পূর্ণ বিশ্বাস আছে, আঘাত পেয়েছি এটা সত্য। আমার সহধর্মিণী জানে আমি কেমন। সে আমাকে ‘ডোন্ট ওরি’ বলে মানসিক সাপোর্ট দিয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের সঙ্গে দুই বছর আগের ঐ ফোনালাপের কথা স্বীকার করেছেন মাহি ও ইমন দুজনেই। এ ঘটনায় দেশের বাইরে থেকে একটি ভিডিও বার্তা দিয়ে প্রতিক্রিয়া জানান মাহি। এছাড়া ফেসবুকে নতুন নতুন পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি।