Monday , December 23 2024
Breaking News
Home / Sports / মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে: পাপন

মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে: পাপন

বাইশ গজের লড়াইয়ে বাংলাদেশ ক্রিকেটে এক অনন্য সুপারস্টার মাশরাফি। জাতীয় দল থেকে বিদায় হলেও যেন তার গুরুত্ত কমেনা। কারন এই দলটিকে তো তিনিই নিজ হাতে করে তৈরি করেছেন। এমনকি দল এবং দর্শকের তুমুল দাবি ছিল তাকে বিসিসিআই এর সভাপতি করা হোক। সেটা না হলেও ২২ গজে তার দেখা মিললেই যেন উল্লাস থামেনা দর্শকের। সম্প্রতি পাপনের সাথে মাশরাফিকে মাঠে দেখে মানুষের কৌতুহল যেন উপছে পড়ছে। এবার বিসিসিআই এর প্রধান নাজমুল হাসান পাপন খেলা শেষে কথা বললেন মাশরাফিকে নিয়ে।

বাইশ গজে মাশরাফির যে অভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে উপকৃত হবে জাতীয় দল। তরুণদের উজ্জীবিত করতে বড় ভূমিকা রাখতে পারেন সাবেক এই অধিনায়ক বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই। শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ একসঙ্গে বসে খেলা দেখেছেন পাপন, মাশরাফি ও তামিম ইকবাল। সেদিন বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি?

এ ব্যাপারে পাপন জানান, মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত সেজন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।

পাপন আরও বলেন, এ ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সঙ্গে তো সবসময় যোগাযোগ হয় আরও হবে।

২২ গজে মাশরাফির যে অভিজ্ঞতা তা আসলেই অসাধারন। সাবেক এই অধিনয়ক ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনয়ক। আর তা ছাড়াও তিনি দলের অভিবাবক দলের বড়ভাই। দলে যদি তার অভিজ্ঞতাগুলো তিনি ভাগাভাগি করেন তাহলে হয়ত বাংলাদেশ জাতিয় দল আরো বেশি উন্নতি করবে এমনটাই ভাবছেন পাপন। তবে এই ব্যপারে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়েছে। এখন দেখার অপেক্ষা কবে সেই স্বপ্নের দিনটি আসবে কোটি দর্শকের হৃদয় জুড়াবে।

About

Check Also

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে তার ভক্তরা নানা কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *