ভারতের বিশ্বকাপ দলে তামিম ইকবালের জায়গা না পাওয়ার কথা বললেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
এশিয়া কাপের আগে দলের নেতৃত্ব ছাড়লেন তামিম।
এরপর টাইগারদের দায়িত্ব পড়ে সাকিবের কাঁধে। আর বিশ্বকাপের ঠিক আগে ১৭ সেপ্টেম্বর বিসিবিকে নেতৃত্ব ছাড়ার জন্য মেইল করেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন সাকিব।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে দেশের ক্রিকেটে এমন সংকট নিরসনে বাংলাদেশ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে মিস করছে বলে মন্তব্য করেছেন সাকিব।
তার মতে, মাশরাফিকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হলে দেশের ক্রিকেট ভক্তরা খুশি হবেন।
বুধবার একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত মাশরাফি ভাইকে যদি বলতাম অধিনায়ক হিসেবে ২৩ বিশ্বকাপ খেলতে পারলে ভালো হতো, তাহলে সবাই খুশি হতো।
আমি তাদের (সাধারণ মানুষের) মনস্তত্ত্ব বুঝতে পারি। তারা খুব সহজ। এ কারণে তারা মনে করেন, মাশরাফি ভাই যদি এখনো খেলোয়াড় বা অধিনায়ক হিসেবে দলের একজন অংশ থাকেন, তাহলে সবকিছু ভিন্ন হবে।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের আগে তৃতীয়বারের মতো বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হলেন সাকিব।
সাক্ষাৎকারে বিশ্বের সেরা অলরাউন্ডার জানিয়েছেন, আসন্ন ভারত বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব ছাড়বেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপ শেষ হলে একদিনের জন্যও অধিনায়ক থাকব না। যে কারণে এশিয়া কাপের আগে দায়িত্ব নিতে চাইনি। তারপরও আর করতে চাই না। আমি হাসতে, খেলতে, অভিনয় করতে চাই। আমি অধিনায়ক হতে চাইনি এটাই একটা কারণ।